Skip to Main Content

প্রযুক্তি গুগল অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন যেভাবে

Posted by on

News Image

ই-মেইল, অনলাইনে ফাইল সংরক্ষণ, ম্যাপ ব্যবহার বা ছবি রাখার মতো বহু গুরুত্বপূর্ণ কাজে আমরা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। ফলে গুগল অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যোগাযোগ, আর্থিক লেনদেন- সবই ঝুঁকির মুখে পড়ে। তবে কিছু নিরাপত্তাব্যবস্থা মেনে চললে এ ধরনের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব হয়।

শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার

গুগল অ্যাকাউন্টের সুরক্ষায় সবার আগে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তাই নাম, জন্মতারিখ বা সহজ শব্দের পরিবর্তে ছোট-বড় হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যেতে পারে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করাই নিরাপদ।

টু ফেক্টর অথিন্টিকেশন (দুই স্তরের যাচাইকরণ) সুবিধা চালু

শুধু শক্তিশালী পাসওয়ার্ড অ্যাকাউন্টের সুরক্ষায় যথেষ্ট নয়। এ জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা হিসেবে গুগল অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা দুই স্তরের যাচাইকরণ সুবিধাও চালু করতে হবে। এ সুবিধা চালু থাকলে নতুন কোনো যন্ত্র থেকে গুগল অ্যাকাউন্টে প্রবেশের সময় পাসওয়ার্ডের পাশাপাশি তথ্য যাচাইয়ের প্রয়োজন পড়ে। ফলে অ্যাকাউন্টটি নিরাপদ থাকে।

অ্যাপসের অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ

অনেকেই বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে ‘‘সাইন ইন উইথ গুগল’’ অপশন ব্যবহার করে থাকেন। কিন্তু কিছুদিন পর এসব অ্যাপ আর ব্যবহার করা হয় না। ফলে গোপনে সেই অ্যাকাউন্টে হ্যাকাররা প্রবেশ করতে পারে। এ সমস্যা সমাধানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করা অ্যাপের অপ্রয়োজনীয় অনুমতি সবসময় বাতিল রাখতে হবে।

অচেনা লিংকে প্রবেশ থেকে বিরত

বর্তমানে ফিশিং বা প্রতারণামূলক লিংকের মাধ্যমে অনেকেই প্রতারিত হচ্ছেন। এগুলো হলো হ্যাকারদের সবচেয়ে পুরোনো কিন্তু কার্যকর। তাই কোনো সন্দেহজনক ই-মেইল বা বার্তায় লিংক দেওয়া থাকলে তাতে প্রবেশ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ